Saturday, August 23, 2025

বৃহস্পতিবার সকাল সকাল শহরের তিন জায়গায় তল্লাশি অভিযানে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED officials) আধিকারিকরা। আর জি কর হাসপাতালে ( RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহ-র টালা এলাকার আবাসনে হানা গোয়েন্দাদের। সাড়ে ৬টা নাগাদ সেখানে পৌঁছন গোয়েন্দারা। এর পাশাপাশি কালিন্দীর মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থা অক্টেন মেডিক্যালের অফিসেও চলছে অভিযান। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের চিনার পার্কের পৈতৃক ভিটেতেও তল্লাশি চালাচ্ছেন ED আধিকারিকরা।

কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনার পর পরই কলেজের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসে। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আর জি কর হাসপাতালে চলতে থাকা আর্থিক দুর্নীতির তদন্তের জন্য গত ১৬ অগস্ট রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। এই মামলায় সিবিআই-এর (CBI ) হাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তদন্তে নেমেছে ইডিও। হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলির অভিযোগপত্রে চন্দনের স্ত্রী ক্ষমা লৌহের নাম থাকায় তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।হাসপাতাল চত্বরে ক্যাফেটেরিয়া খোলার জন্য নিয়ম বহির্ভূত ভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয় চন্দনের স্ত্রীকে। শেষ খবর পাওয়া অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন ওই ব্যবসায়ী।


Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version