নিজেদের শুটিং, ফিল্মের প্রোমোশন সব চালাচ্ছেন অভিনেত্রীরা। অথচ উৎসবে নেই বলে স্যোশাল মিডিয়ায় ঝড় তুলছেন ঊষসী চক্রবর্তী (Ushashi Chankraborty), স্বস্তিকা মুখোপাধ্যায়রা (Swastika Mukharjee)। কিন্তু নিজেরা কাজ সেরে আন্দোলনে গিয়ে সেল্ফি তুলে পোস্ট করছেন। একে অন্যের ছবি তুলছেন। এই সব নিয়েই স্যোশাল মিডিয়ায় নিশানা করলেন সঙ্গীতশিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায় (Parnava Banerjee)। এই ‘হুজুগের’ জেরে বাতিল হচ্ছে অনুষ্ঠান। যার জেরে সমস্যায় পড়ছেন সঙ্গীতশিল্পী ও যন্ত্র সঙ্গীতশিল্পীরা। এই বিষয় নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে স্বস্তিকার সেল্ফি তোলার ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন পর্ণাভ (Parnava Banerjee)।