Tuesday, November 11, 2025

আর জি করের তরুণীল চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তের পরে একমাস কেটে গেলেও এখনও তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) নার্কো পরীক্ষা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালতে বিচারকের সামনে নার্কো পরীক্ষায় সম্মতি দেয়নি সঞ্জয়। ফলে সিবিআইয়ের (CBI) আবেদনও খারিজ হয়ে গিয়েছে।আর জি কর-কাণ্ডের ধর্ষণ-খুনের তদন্তে এর আগে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করে সিবিআই (CBI)। তার আইনজীবী জানিয়েছিলেন, নির্দোষ প্রমাণ করতে পলিগ্রাফ পরীক্ষায় রাজি সঞ্জয়। ওই পরীক্ষাও হয়। কিন্তু সূত্রের খবর তাতে তেমন তথ্য-প্রমাণ পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পরে নার্কো পরীক্ষা (Narco Test) করতে চায় সিবিআই। তবে পলিগ্রাফ কিংবা নার্কো- দু ক্ষেত্রেই অভিযুক্তের সম্মতির প্রয়োজন হয়। কিন্তু এই পরীক্ষায় রাজি হয়নি সঞ্জয়। ফলে কেন্দ্রীয় সংস্থার আবেদন খারিজ করে দেয় আদালত।নার্কো টেস্ট কী
ওষুধ প্রয়োগের মাধ্যমে অভিযুক্তকে অর্ধ-সচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁকে কিছু প্রশ্ন করা হয়। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি সত্যি কথা বলে ফেলেন বলে মত। তদন্তের অগ্রগতিতে সুবিধা হয়।

কিন্তু আর জি কর-কাণ্ডের অভিযুক্ত রাজি না হওয়া সেই পন্থা অবলম্বন করতে পারছে না সিবিআই।










Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version