আর জি করের তরুণীল চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার তদন্তের পরে একমাস কেটে গেলেও এখনও তেমন কোনও অগ্রগতি দেখা যায়নি। এই পরিস্থিতিতে ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) নার্কো পরীক্ষা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছিল। কিন্তু শিয়ালদহ আদালতে বিচারকের সামনে নার্কো পরীক্ষায় সম্মতি দেয়নি সঞ্জয়। ফলে সিবিআইয়ের (CBI) আবেদনও খারিজ হয়ে গিয়েছে।
ওষুধ প্রয়োগের মাধ্যমে অভিযুক্তকে অর্ধ-সচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। সেই সময় তাঁকে কিছু প্রশ্ন করা হয়। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি সত্যি কথা বলে ফেলেন বলে মত। তদন্তের অগ্রগতিতে সুবিধা হয়।
কিন্তু আর জি কর-কাণ্ডের অভিযুক্ত রাজি না হওয়া সেই পন্থা অবলম্বন করতে পারছে না সিবিআই।