অচলাবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর (Droupoadi Murmu) দ্বারস্থ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আর জি কর মেডিক্যালের (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচারের দাবিতে শুক্রবার রাষ্ট্রপতিকে চিঠি লেখেন আন্দোলনকারী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। সমস্যা সমাধানে রাজ্য সরকার যথেষ্ট তৎপর নয় বলে না কি চিঠিতে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। কিন্তু যেখানে তদন্ত করছে CBI, সুপ্রিমো কোর্টে (Supreme Court) মামলা- সেখানে রাজ্য সরকারের তৎপরতার কথা আসছে কোথা থেকে- উঠছে সেই প্রশ্ন।
তবে, যেখানে বারবার রাজ্যের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে পর পর তিনদিন দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের জন্য অপেক্ষা করেছেন, জুনিয়র ডাক্তারদের আলোচনার বেশিরভাগ শর্ত মেনে নেওয়া হয়েছে, মামলার তদন্ত সিবিআইয়ের হাতে- সেখানে কীসের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে সদিচ্ছার অভাবেব অভিযোগ তোলা হচ্ছে সেই বিষয় নিয়েই প্রশ্ন উঠছে।