Friday, November 7, 2025

পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরেই বঞ্চনা করে আসছে মোদি সরকার৷মনরেগা প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রাপ্য ন্যায্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার৷এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দরবার করেও কোনও ফল হয়নি৷এই আবহে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বঞ্চনার পরিকল্পনা করছে মোদি সরকার, এমনই দাবি করা হয়েছে নয়াদিল্লিতে সংসদীয় সূত্রে৷ আগামী সপ্তাহে কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে পারে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা৷

তৃতীয় মোদি সরকারের কার্যকালে এই প্রথম সংসদীয় স্থায়ী কমিটির নামের তালিকা জানানো হবে৷ তার আগে সরকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও প্রকার আলোচনা করেনি বলেই শুক্রবার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷এই প্রসঙ্গে তাঁর সাফ যুক্তি, ‘এখন চার পাঁচজন সাংসদ সম্পন্ন সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক দলগুলিও বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়ে যাচ্ছে৷  বিজেপি সরকারের আমলে এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে৷রাজ্যসভা, লোকসভা মিলিয়ে আমাদের দলের সাংসদ সংখ্যা ৪১৷ এখন দেখতে হবে সরকারের তরফে আমাদের দলকে কোন কমিটির চেয়ারম্যানশিপ অফার করা হয়৷ আমরা কোনও পদের জন্য লালায়িত নই৷ যা দেবে নেবো৷

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান একটি চিঠি লিখেছিলেন রাজ্যসভার দলনেতা, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে৷ কেন জুন মাসে সরকার গঠনের পরে তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটির গঠন করা হয়নি ? নাড্ডাকে লেখা চিঠিতে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ও ব্রায়ান৷ তারপরেও মোদি সরকার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতাদের ডেকে পাঠিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ নিয়ে আলোচনার সৌজন্য দেখায়নি৷ এখানেই সরকারকে বিঁধছেন ডেরেক ও ব্রায়ান৷  মোদি সরকারের আমলে সংসদীয় রীতি নীতিকে জলাঞ্জলি দিয়ে অসংসদীয় রীতিকেই প্রাধান্য দেওয়া রেওয়াজ হয়ে উঠেছে, দাবি করেছেন ডেরেক৷











Related articles

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...
Exit mobile version