অবিরাম বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলা, দুর্যোগ কমবে না এখনই

রাত থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে (Rain in South Bengal)। জলমগ্ন একাধিক এলাকা। দুর্যোগে বিপর্যস্ত নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপসহ সুন্দরবনের বিস্তৃত এলাকা।আজ সকাল ৮টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ মানিকতলা ১৪ মিলিমিটার, দত্তবাগান ১৭ মিলিমিটার, ধাপা ২৮ তপসিয়া ৩৭, উল্টোডাঙ্গা ৩৮ কামডহরি (গড়িয়া) ৫৪, পাটুলি ৪৭,পামার ব্রিজ (শিয়ালদহ) ৩৮, ঠনঠনিয়া ১২,ট্যাংরা ৩৯ পাগলাডাঙ্গা ৩৫, বালিগঞ্জ ১৩, মোমিনপুর ২০, চেতলা ১৮,যোধপুর পার্ক ৪২, কালীঘাট ৩২, জোকা ১৬, বেহালা ২৬ মিমি। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙেছে, বাড়িতে জল ঢুকেছে, কাঁচা বাড়ির মাটির দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্র। গভীর নিম্নচাপ পটুয়াখালী দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল থেকে এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।

হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বঙ্গোপসাগরে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে। মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টির দাপট বাড়ছে। পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কলকাতায় এখনও পর্যন্ত বড় কোনও জল জমার খবর নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা সর্বোচ্চ ২৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে।


Previous articleসব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম: সরাসরি আন্দোলন মঞ্চে পৌঁছে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম