Thursday, August 28, 2025

কলতান-কেলেঙ্কারির পরই ফোনালাপের কায়দা বদল! অভিযোগ মেনে নিল বামেরা?

Date:

স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চ ওড়ানোর ভয়ংকর ষড়যন্ত্রের অভিযোগ তুলে একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় (ভাইরাল অডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। আর তাতে কলকাতার ডিওয়াইএফআই (DYFI) নেতা কলতান দাশগুপ্তর কণ্ঠস্বর প্রমাণ তুলে ধরে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরই নিজেদের যোগাযোগের ক্ষেত্রেও কৌশল বদল করে ফেলল বামেরা! সরাসরি ফোন আর নয়, হোয়াটসঅ্যাপ কল (Whatsapp call)-কেই বেছে নিছেন তাঁরা। হঠাৎ শ্রমজীবীদের দল কেন ব্যয়বহুল ইন্টারনেট কলিংয়ের পথে গেল তা নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।

 

সিপিএম যুব নেতা কলতান দাশগুপ্তর সঙ্গে জনৈক ব্যক্তির কথোপকথনের অডিও ভাইরাল হতেই তিনি গ্রেপ্তার হয়েছেন। বিধাননগর পুলিশের (Bidhannagar Police Commissionerate) দাবি কথোপকথনের একটি কণ্ঠ কলতানের। যদিও কলতানের কথোপকথন এভাবে ফাঁস হল কীভাবে, তা নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছে সিপিএম। পেগাসাসের মতো প্রযুক্তি ব্যবহৃত হয়েছে বলেও প্রশ্ন তুলেছে বামেরা। পাশাপাশি সুজন চক্রবর্তীর অভিযোগ, AI-এর ব্যবহার করা হয়েছে। তবে কারণ যাই হোক এই বিষয় থেকে শিক্ষা নিয়ে নিজেদের বদল করতে চলেছে লাল বিগ্রেড।

বামেদের একাংশ যেখানে দাবি করছেন ভাইরাল হওয়া অডিও ভুয়ো ভাবে তুলে ধরা হয়েছে, সেখানে কেন হঠাৎ যোগাযোগের পথ বদল? সাধারণত গোপণ কথা বলতে ইন্টারনেট কলিংয়ের (internet calling) সাহায্য নেওয়া হয়। এমন কী হল যে বামেদের হঠাৎ গোপনীয়তার প্রয়োজন হল। তাঁরা কী আরও কিছু ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন, প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী কলতানের ফোনালাপ ফাঁস হয়ে যেতেই সাবধানী বামেরা? সেক্ষেত্রে ফাঁস হওয়া ফোনালাপ যে কলতানেরই, এমনটাও কী পরোক্ষে মেনে নিচ্ছে ডিওয়াইএফআই, প্রশ্ন উঠেছে।

একদিকে পুলিশি তদন্তে উঠে এসেছে কণ্ঠস্বর কলতানের। সেই সঙ্গে বামেদের কথা বলার পন্থা বদল, এমনকি কোনও প্রতিবাদও নেই বামেদের তরফে। এরপরেই রাজ্য সরকারকে বদনাম করার চক্রান্ত নিয়ে সরব হয়েছে তৃণমূল। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের দাবি, “এত বড় যে একটা ছক হয়েছিল ডাক্তারবাবুদের মিছিলে বা ধর্নায় হামলা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বদনাম করা, সেটা ফাঁস হয়ে গেল।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version