বিচার কবে? প্রশ্ন তুলে ফের মিছিলে ডাক্তার থেকে আম জনতা

আজ ৫ দফা দাবি নিয়ে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ

আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে সরব গোটা রাজ্য। ৩৫দিন আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকে সমর্থন রাজ্যের শাসকদলেরও। এই পরিস্থিতিতে রাজ্যের সাধারণ মানুষও সরব বিচারের দাবিতে।

৫ সেপ্টেম্বর, রবিবার মহা মিছিলের ডাক দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত এই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি এদিন পা মেলালেন সিনিয়ার ডাক্তার ও সাধারণ মানুষ। এদিনের মিছিল থেকে বিভিন্ন স্লোগান, ছড়া, গানের মাধ্যমে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবি জানাতে থাকে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।

স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভের রবিবার ষষ্ঠ দিন। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে জোট কাটার পরিস্থিতি তৈরি হলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। আর তারপর আজ ৫ দফা দাবি নিয়ে সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিলে হাঁটলেন জুনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ।

Previous articleচোট নিয়েই ডায়মন্ড লিগে নেমেছিলেন নীরজ, জানালেন নিজেই
Next articleটাইফুন ‘ইয়াগি’র তাণ্ডব! মায়ানমারে, মৃত কমপক্ষে ৭৪, নিখোঁজ প্রায় ১০০