Monday, November 3, 2025

ফের ডবল ইঞ্জিনের ত্রিপুরায় ২ নাবালিকাকে গণধর্ষণ! ধৃত অভিযুক্ত বিজেপি নেত্রীর পুত্র

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের যোগী রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে থাকার ছবি আগেই সামনে এসেছে। এবার বিজেপি (BJP) শাসিত আরও এক রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা। ত্রিপুরায় (Tripura) পর পর দু’দিন দুই নাবালিকাকে গণধর্ষণের খবর প্রকাশ্যে। একটিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যার পুত্র ও তাঁর বন্ধু।শুক্রবার, স্কুল থেকে ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ত্রিপুরার (Tripura) বেলোনিয়া মহিলা থানা এলাকায় ওই ছাত্রীর (Student) নিখোঁজের ডায়েরি করা হয়। শনিবার সন্ধেয় তাকে বাড়ির সামনে ফেলে যাওয়া হয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ত্রিপুরা পুলিশ। অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে এই কিশোরীকে তুলে নিয়ে যায় কয়েক জন দুষ্কৃতী। একাধিক জায়গায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শনিবার সন্ধেয় ওই ছাত্রীকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। মূল অভিযুক্ত স্থানীয় এক ২২ বছরের যুবক বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে।ওই একই দিনে আরেও এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরায়। বাড়ির পাশের দোকানে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। তাকে রাস্তা থেকে অপহরণ করে বিজেপির এক পঞ্চায়েত সদস্যা মীনা বেগমের ছেলে আয়াজ আলি ও তার বন্ধু উসমান আলি। কাপড় দিয়ে মুখ বেঁধে বাইকে তুলে চম্পট দেয় তারা। স্থানীয়রা ধাওয়া করলেও, ধরতে পারেননি। গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকের গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ছাত্রীটি অচৈতন্য হয়ে গেলে তাকে জঙ্গলে ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে নেমে বিজেপির পঞ্চায়েত সদস্যার ছেলে ও তার বন্ধুকে গ্রেফতার করে পুলিশ।

দুটি ঘটনায় প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারের নারী নিরাপত্তা। বারবার কিশোরীদের গণধর্ষণ ও সেই ঘটনায় বিজেপি নেত্রীর পুত্রের যোগ নিয়ে মুখে কুলুপ সেই রাজ্যের শাসকদলের।










spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...