অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি। মঙ্গলবার আপের দিল্লির বিধায়ক দলের বৈঠকে অতিশিকেই মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় বলে জানালেন বিধায়ক গোপাল রাই। আপের এই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপ নেত্রী।

প্রথমবার রাজনীতিতে এসেই মুখ্যমন্ত্রীত্ব পাওয়া অতিশি তাঁর এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানান দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির দায়িত্ব তাঁর হাতে যাওয়ার ঘোষণা হওয়ার পরই তিনি জানান, “আমার প্রথম ধন্যবাদ দিল্লির জনপ্রিয় মুখ্যমন্ত্রী ও আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে। একমাত্র আপেই এটা সম্ভব যে প্রথমবার রাজনীতিতে এসে একজন মুখ্যমন্ত্রীত্বের মতো দায়িত্ব পেলেন। আমি খুব সাধারণ ঘর থেকে উঠে এসেছি। অন্য কোনও রাজনৈতিক দল হলে আমার মত মানুষকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিটই হয়তো দেওয়া হত না। আমি অত্যন্ত খুশি যে অরবিন্দ কেজরিওয়াল আমার উপর সেই নির্ভরতা দেখিয়েছেন।”

তিহার জেল থেকে শুক্রবার বেরোনোর পরে শনিবারই জনতার রায়ে দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার ঘোষণা করেন কেজরিওয়াল। তিনি মঙ্গলবার পদত্যাগের ঘোষণাও করেছিলেন। তার আগে আপের বিধায়ক দলের বৈঠক একবার সোমবার সন্ধ্যায় হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার সর্বসম্মতিক্রমে অতিশিকে মুখ্যমন্ত্রী নির্ধারিত করা হয়। তবে মুখ্য়মন্ত্রী পদে শপথ নেওয়ার আগেও অতিশি জানান, মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করলেও সব বিধায়ক ও দিল্লির দুই কোটি নাগরিকের প্রকৃত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালই থাকবেন।

আপ নেতা কর্মীদের মতে আর্থিক তছরুপ মামলায় গ্রেফতারি ও জেলমুক্তির পরে দলের স্বার্থেই মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন কেজরিওয়াল। সেই সঙ্গে তাঁর অনুপস্থিতিতে যে নেত্রীর উপস্থিতি ও সমস্যার সমাধানের সবার সামনের সারিতে দেখা গিয়েছিল এতদিন যাঁকে, তাঁকেই সামনে রেখে দলের বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিতে চায় আপ।
