Wednesday, November 5, 2025

ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

Date:

পাহাড়ের লাইফলাইন সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। সেতিঝোড়ায় রাস্তায় ধস নেমেছে।যার নিট ফল,বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক।জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে ফের দার্জিলিং পার্বত্য এলাকায় ধস নেমেছে। একাধিক জায়গায় রাস্তা ভেঙে চুরমার। শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এর ফলে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন।

পূর্ত দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।দুর্গাপুজোতে পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে খোঁজখবর নেওযার পরামর্শ দেওয়া হয়েছে।কারণ, ১০ নম্বর জাতীয় সড়কে যখন তখন ধস নামছে। ‌তবে পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেরামতির কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।এরপরই ছোট গাড়ি এখান দিয়ে চলাচল শুরু হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তাগুলিতে ধস নেমেছে। শ্বেতিঝোরার কাছে ধস নামায় রাস্তার মারাত্মক ক্ষতি হয়েছে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতির কোনও বদল হয়নি।পর্যটকদের শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে ঘুরপথে। গরুবাথান, লাভা হয়ে কালিম্পং, রংপো রুট দিয়ে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের।পূর্ত দফতরের আধিকারিক–সহ পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘুর পথে যানবাহন চলাচল করার ব্যবস্থা করা হয়েছে। লাভার রাস্তা দিয়ে এখন সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম।











Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version