অনুব্রত মণ্ডলের জামিনের আর্জির রায় রিজার্ভ রাখল আদালত

দিল্লির রাউস এভিনিউ আদালতে নতুন করে জামিনের আর্জি জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তার আবেদনের শুনানি হয় বিচারক জ্যোতি ক্লেয়ারের এজলাসে। আবেদনে অনুব্রতর দাবি, জামিন অভিযুক্তর ন্যায্য আইনি অধিকার হওয়া সত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না৷ রাজনৈতিক প্রতিহিংসা বশতঃ তাকে জোর করে জেলে বন্দি রাখা হয়েছে৷

গোরু পাচার কান্ডে এর আগে অনুব্রত সিবিআই-র দায়ের করা মামলায় জামিন পেয়েছেন৷ এর পরেই তার দাবি, ইডির দায়ের করা মামলাতেও তাকে জামিন দেওয়া হোক৷ অনুব্রত মণ্ডলের তরফে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী জানান, গোরু পাচার মামলায় ইডি এখনও অনুব্রতর সক্রিয় যোগাযোগের কোনও সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি আদালতে৷ অনুব্রতর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী সাইমন বেঞ্জামিন৷ তার দাবি, অনুব্রত মণ্ডল প্রভাবশালী ব্যক্তি৷ জামিনে জেলের বাইরে এলে তিনি স্বাক্ষ প্রমাণ নষ্ট করতে পারেন৷ দু তরফের সওয়াল জবাব শোনার পরে বিচারক জ্যোতি ক্লেয়ার এই মামলার রায় রিজার্ভ করেছেন৷

আরও পড়ুন- মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার মূল্য ঘোষণা আইসিসির