নবান্নে শেষ মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কবে উঠছে কর্মবিরতি?

শেষ হল নবান্নে মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। বুধবার সন্ধে ৭ টার পর থেকে শুরু হয় বৈঠক। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। চলছে কার্যবিবরণী লেখার কাজ। এবার কী কর্মবিরতি তুলবেন জুনিয়র ডাক্তাররা?

নবান্ন সূত্রে খবর, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি দাবিই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার করা হয়েছে। তবে জুনিয়র ডাক্তারদের আগামী কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি চলবে কিনা সেটা নবান্ন থেকে বেরিয়ে ফের জিবি মিটিংয়ের পর জানাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

এদিকে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হওয়ার পরেই ধর্নামঞ্চ থেকে খোলা হচ্ছে বাঁশ-প্যান্ডেল। ম্যাটাডোর এসে নিয়ে যাওয়া হচ্ছে ফ্যান। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার স্বাস্থ্যভবনের সামনে অবস্থান প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা? এই জল্পনা ছড়াতেই অবশ্য প্যান্ডেল খোলার কাজ থামিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন- বিশ্বকর্মা ভাসান দিতে এসে বিপত্তি! ঠাকুর সমেত গঙ্গায় লরি