রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের (Hospital And Medical College) নিরাপত্তা-সুরক্ষা নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফ থেকে ওই নির্দেশিকা গিয়েছে স্বাস্থ্য ভবনে। পাশাপাশি সব মেডিক্যাল কলেজগুলিতে অডিটের জন্য সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে,
• প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, বিশ্রাম কক্ষ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা যত দ্রুত সম্ভব করতে হবে। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরিকাঠামোও দ্রুত গড়ে তুলতে হবে।
• নিরাপত্তা ও সুরক্ষার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হেল্পলাইন নম্বর চালু করতে হবে।
• প্রতিটি হাসপাতালে অভিযোগ জানানোর জন্য বিশেষ কমিটি গড়তে হবে। ওই কমিটি অভিযোগগুলি খতিয়ে দেখবে।
• প্রতিটি হাসপাতালে বিশেষ অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে। যাতে কেউ কোনও বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য পেতে পারেন।
• কোথায় কতগুলি বেড রয়েছে, কতগুলি প্রয়োজন তার বিস্তারিত তালিকা তৈরি করে দ্রুত রূপায়ণ করতে হবে।
• চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীদের শূন্য পদের তালিকা তৈরি করে দ্রুত তা পূরণ করতে হবে।
জুনিয়র চিকিৎসকরা যে দাবিগুলি জানাচ্ছিলেন নবান্নের নির্দেশিকায় তার অধিকাংশই দ্রুত পূরণের কথা বলা হয়েছে। সরকারি এই নির্দেশিকার পরে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন কি না সেটাই দেখার।