Tuesday, August 26, 2025

মেডিক্যাল রেজিস্ট্রেশন হারাতে চলেছেন সন্দীপ! আজ নজর কাউন্সিলের সিদ্ধান্তে

Date:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) কি তাঁর ‘ডাক্তারি’ তকমা হারাতে চলেছেন? বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council)বৈঠকে এই ইঙ্গিত মিলেছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার অপেক্ষা। কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের (Dr. Sudipta Roy) কাছে ইতিমধ্যেই সব পক্ষের মতামত জমা পড়েছে। কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে সন্দীপের বিরুদ্ধে তাতে কড়া পদক্ষেপ প্রয়োজন বলেই মনে করছে চিকিৎসক মহলের একাংশ।

আইএমএ-র (IMA)রাজ্য শাখার তরফে মঙ্গলবারই মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি পাঠিয়ে অবিলম্বে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের কথা বলা হয়। গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে শোকজ করেছিল কাউন্সিল। জবাবদিহির জন্য তিন দিনের সময় দেওয়া হয়েছিল। কাউন্সিলের তরফে জানানো হয় যে, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দু’টি কারণের প্রয়োজন হয়। এক, কেউ যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন এবং দুই, অপরাধমূলক কাজে জড়ানোর ফলে যদি সেই চিকিৎসকের বদনাম হয়ে থাকে। কিন্তু কাউন্সিলের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে সন্দীপ শোকজের উত্তর দেননি। এরপরই বুধবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বৈঠক হয় এবং সূত্রের খবর আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


Related articles

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...
Exit mobile version