ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম তিরস্কার, মামলা প্রত্যাহার সিবিআই-এর!

ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন করেছিল সিবিআই (CBI)। কিন্তু সুপ্রিম আদালতে (Supreme Court) চরম তিরস্কারের মুখে কেন্দ্রীয় এজেন্সি। রাজ্যের আদালতের সুষ্ঠু বিচারের পরিবেশ নেই বলে যে অভিযোগ করেছিল সিবিআই, তাকে নস্যাৎ করে দিয়ে এদিন সুপ্রিম আদালতের বিচারপতি অভয় এস ওকা (Abhay S Oka) জানান CBI – এর মতো ভারতবর্ষের অন্যতম দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা এরকম মিথ্যা অভিযোগ করতে পারে এটা কখনই কাঙ্খিত নয়। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তাই তা মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না- সাফ জানালো শীর্ষ আদালত। চাপের মুখে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বিচারপতি ওকা বলেন, সিবিআই এর কথা মেনে মামলা হস্তান্তর করার অর্থ হলো এটা স্বীকার করে নেওয়া যে রাজ্যের সব আদালতে বিচারব্যবস্থায় গোলমাল রয়েছে। যেটা সত্যি নয়। তিনি সরাসরি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন যে, কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের কোনও রাজ্যের বিচার ব্যবস্থার কোনও ব্যক্তি বা বিভাগীয় কর্মকর্তাকে পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে জেলা কিংবা দায়রা আদালতের সব বিচারকদের পক্ষে এখানে এসে আত্মপক্ষ সমর্থন করা সম্ভব নয়। এই ধরনের মিথ্যে অভিযোগ কখনোই বরদাস্ত করা হবে না।

এর আগেও একাধিকবার সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে সিবিআইয়ের (CBI)। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলাতেও কেন্দ্রীয় এজেন্সিকে ‘খাঁচা বন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করেছিলেন জাস্টিস ভূঁইয়া। শুক্রবারও কার্যত সেই একই ছবি সুপ্রিম আদালতে। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থা যেভাবে তদন্তের নামে বিরোধী রাজ্যে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার পরিবেশ তৈরি করছে তাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।