Wednesday, November 5, 2025

বিজেপি স্টিকারেই ঘাতক গাড়ি চালকের ‘মুক্তি’! হরিয়ানায় বাইকারের মৃত্যুতে প্রশ্ন

Date:

বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana) বিজেপির ‘স্টিকার’ থাকলেই ‘খুন’ করেও ছাড়া পাওয়া যায়। গুরুগ্রামের ভয়াবহ দুর্ঘটনায় বাইকারের (biker) মৃত্যুর পরে মৃতের পরিবার প্রশ্ন তুলছে কীভাবে বিচার পাবেন তাঁরা। তরতাজা যুবকের মৃত্যুর দায়ভার কে নেবে?

ভুল লেনে (Wrong Side) আসা ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো কালো এসইউভি গাড়ির ধাক্কায় মুহূর্তে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী ওই বাইক আরোহী অক্ষত গর্গের। ঘটনার পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। সেই বিষয়টি সামনে আসতেই মৃত অক্ষতের মায়ের প্রশ্ন, ‘কী করে তিনি জামিনে মুক্ত হলেন?’

গুরুগ্রামের (Gurugram) ডিএলএফ ফেজ ২ তে গল্ফকোর্স রোডে বাইক চালাচ্ছিলেন বছর ২৩ এর অক্ষত। তাঁর সঙ্গে ছিল বন্ধুরা। এ সময় ভুল দিক দিয়ে এসে অক্ষতের বাইকে ধাক্কা মারে কুলদীপ ঠাকুর নামে এক ব্যক্তির এসইউভি (SUV)। পুলিশি তদন্তে অনুমান, কুলদীপ গুগল ম্যাপ (Google map) দেখে রাস্তার ভুল দিক দিয়ে এসে ওই বাইককে ধাক্কা মারে। গোটা ঘটনাটি অক্ষতের বন্ধুর বাইকের গো প্রো (GoPro) অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক আরোহী অক্ষত হেলমেট ও গ্লাভস পরে বাইক চালাচ্ছিলেন। সে সময় রাস্তায় টার্ন নিতেই রাস্তার ভুল দিক থেকে আসা XUV 3XO ধাক্কা মারে বাইকে। তার ফলে মাটিতে পড়ে যান অক্ষত। সেখানেই মৃত্যু হয় তাঁর।

এরপর ঘাতক এসইউভির (SUV) চালক কুলদীপ ঠাকুরকে গ্রেফতার করা হলেও তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। আর এই বিষয়ে অক্ষতের মা বলেন,’ আমি আমার ছেলের জন্য বিচার চাই। যে ভুল করেছে, আমার ছেলেকে মেরেছে … আমার একটাই প্রশ্ন, ওঁ কীভাবে জামিনে মুক্তি পেল? আমার ছেলে তো মারা গিয়েছে, তবে অভিযুক্ত সারা রাত শান্তিতে ঘুমিয়েছে… পুলিশ আমাদের কেন সাহায্য করছে না?’ আর এরপরই সামনে ভারতীয় জনতা পার্টির স্টিকারই আর চারটে সাধারণ মানুষের থেকে আলাদা করে দিচ্ছে অপরাধীকে?

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version