Thursday, August 21, 2025

বিজেপি স্টিকারেই ঘাতক গাড়ি চালকের ‘মুক্তি’! হরিয়ানায় বাইকারের মৃত্যুতে প্রশ্ন

Date:

বিজেপি শাসিত হরিয়ানায় (Haryana) বিজেপির ‘স্টিকার’ থাকলেই ‘খুন’ করেও ছাড়া পাওয়া যায়। গুরুগ্রামের ভয়াবহ দুর্ঘটনায় বাইকারের (biker) মৃত্যুর পরে মৃতের পরিবার প্রশ্ন তুলছে কীভাবে বিচার পাবেন তাঁরা। তরতাজা যুবকের মৃত্যুর দায়ভার কে নেবে?

ভুল লেনে (Wrong Side) আসা ভারতীয় জনতা পার্টির স্টিকার লাগানো কালো এসইউভি গাড়ির ধাক্কায় মুহূর্তে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক আরোহী। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩ বছর বয়সী ওই বাইক আরোহী অক্ষত গর্গের। ঘটনার পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও, পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। সেই বিষয়টি সামনে আসতেই মৃত অক্ষতের মায়ের প্রশ্ন, ‘কী করে তিনি জামিনে মুক্ত হলেন?’

গুরুগ্রামের (Gurugram) ডিএলএফ ফেজ ২ তে গল্ফকোর্স রোডে বাইক চালাচ্ছিলেন বছর ২৩ এর অক্ষত। তাঁর সঙ্গে ছিল বন্ধুরা। এ সময় ভুল দিক দিয়ে এসে অক্ষতের বাইকে ধাক্কা মারে কুলদীপ ঠাকুর নামে এক ব্যক্তির এসইউভি (SUV)। পুলিশি তদন্তে অনুমান, কুলদীপ গুগল ম্যাপ (Google map) দেখে রাস্তার ভুল দিক দিয়ে এসে ওই বাইককে ধাক্কা মারে। গোটা ঘটনাটি অক্ষতের বন্ধুর বাইকের গো প্রো (GoPro) অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক আরোহী অক্ষত হেলমেট ও গ্লাভস পরে বাইক চালাচ্ছিলেন। সে সময় রাস্তায় টার্ন নিতেই রাস্তার ভুল দিক থেকে আসা XUV 3XO ধাক্কা মারে বাইকে। তার ফলে মাটিতে পড়ে যান অক্ষত। সেখানেই মৃত্যু হয় তাঁর।

এরপর ঘাতক এসইউভির (SUV) চালক কুলদীপ ঠাকুরকে গ্রেফতার করা হলেও তাঁকে জামিনে মুক্ত করা হয়েছে। আর এই বিষয়ে অক্ষতের মা বলেন,’ আমি আমার ছেলের জন্য বিচার চাই। যে ভুল করেছে, আমার ছেলেকে মেরেছে … আমার একটাই প্রশ্ন, ওঁ কীভাবে জামিনে মুক্তি পেল? আমার ছেলে তো মারা গিয়েছে, তবে অভিযুক্ত সারা রাত শান্তিতে ঘুমিয়েছে… পুলিশ আমাদের কেন সাহায্য করছে না?’ আর এরপরই সামনে ভারতীয় জনতা পার্টির স্টিকারই আর চারটে সাধারণ মানুষের থেকে আলাদা করে দিচ্ছে অপরাধীকে?

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version