Wednesday, November 5, 2025

রেল ভোগান্তি অব্যাহত। দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গ রেল সফর নিয়ে এবার সমস্যায় পরতে চলেছে পাহাড় প্রেমী-সহ সাধারণ মানুষ। রাঙাপানি (Rangapani) স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য সামনের সপ্তাহে বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর,আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরিস্থিতি। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে যাত্রীদের।

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railway) সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার ২৮ সেপ্টেম্বর, বাতিল হচ্ছে শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট ট্রেন। আগামী রবিবার ২৯ সেপ্টেম্বর বাতিল হয়েছে দু’টি ট্রেন। প্রথমটি,শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ট্রেন। দ্বিতীয়টি, মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর পটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ১টায়। সেটি ছাড়বে দুপুর আড়াইটার সময়।

২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। তবে যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। ২৪ এবং ২৬ সেপ্টেম্বর শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ২৫ তারিখ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, ২৯ সেপ্টেম্বর শিয়ালদহ-সব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর লালগড় জংশন-ডিব্রুগড় অওয়ধ অসম এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াবাটি এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, পুরী-কামাখ্যা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে।

২৪ থেকে ২৯ সেপ্টেম্বর আরও ১৫টি ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন-শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। তালিকায় রয়েছে হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস, আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর কামাখ্যা-ডাক্তার অম্বেডকর নগর মৌ এক্সপ্রেস শিলিগুড়ি জংশন-ঠাকুরগঞ্জ-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। নিউ জলপাইগুড়ির বদলে সেই ট্রেন দাঁড়াবে শিলিগুড়ি জংশনে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version