Sunday, August 24, 2025

রেল ভোগান্তি অব্যাহত। দুর্গাপুজোর আগে উত্তরবঙ্গ রেল সফর নিয়ে এবার সমস্যায় পরতে চলেছে পাহাড় প্রেমী-সহ সাধারণ মানুষ। রাঙাপানি (Rangapani) স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজের জন্য সামনের সপ্তাহে বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর,আগামী ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরিস্থিতি। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হতে পারে যাত্রীদের।

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railway) সূত্রে জানানো হয়েছে, আগামী শনিবার ২৮ সেপ্টেম্বর, বাতিল হচ্ছে শিলিগুড়ি জংশন-মালদহ কোর্ট ট্রেন। আগামী রবিবার ২৯ সেপ্টেম্বর বাতিল হয়েছে দু’টি ট্রেন। প্রথমটি,শিলিগুড়ি জংশন-রাধিকাপুর ট্রেন। দ্বিতীয়টি, মালদহ কোর্ট-শিলিগুড়ি জংশন। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর পটনা জংশন-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ১টায়। সেটি ছাড়বে দুপুর আড়াইটার সময়।

২৪ থেকে ২৮ সেপ্টেম্বর, ১০টি ট্রেন আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে। তবে যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। ২৪ এবং ২৬ সেপ্টেম্বর শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ২৫ তারিখ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, ২৯ সেপ্টেম্বর শিয়ালদহ-সব্রুম আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ২৭ সেপ্টেম্বর লালগড় জংশন-ডিব্রুগড় অওয়ধ অসম এক্সপ্রেস, ওখা-গুয়াহাটি দ্বারকা এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াবাটি এক্সপ্রেস, ২৮ সেপ্টেম্বর উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, পুরী-কামাখ্যা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড-শিলিগুড়ি জংশন-নিউ জলপাইগুড়ি হয়ে ঘুরে যাবে।

২৪ থেকে ২৯ সেপ্টেম্বর আরও ১৫টি ট্রেন নিউ জলপাইগুড়ি জংশন-শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। যে সব স্টেশনে থামার কথা,প্রত্যেক স্টেশনে থামবে। তালিকায় রয়েছে হলদিবাড়ি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস, আগরতলা-দেওঘর এক্সপ্রেস। ২৯ সেপ্টেম্বর কামাখ্যা-ডাক্তার অম্বেডকর নগর মৌ এক্সপ্রেস শিলিগুড়ি জংশন-ঠাকুরগঞ্জ-আলুয়াবাড়ি রোড হয়ে ঘুরে যাবে। নিউ জলপাইগুড়ির বদলে সেই ট্রেন দাঁড়াবে শিলিগুড়ি জংশনে।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version