Saturday, August 23, 2025

বেনজির, মাত্র এক ঘণ্টার বিচারে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর উত্তর কোরিয়ায়!

Date:

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া। মাত্র এক ঘণ্টায় বিচার শেষ করা হয়েছে । একই দিনে দুই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রি (৩৯) এবং কেং (৪৩) নামের এই দুই মহিলাকে গত ৩১ অগাস্ট একটি মার্কেটে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিচার করা হয়। আর এই বিচার প্রক্রিয়া শেষ করা হয় মাত্র এক ঘণ্টার মধ্যে! এরপর ওইদিন তাদের দণ্ড কার্যকর করা হয় বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই বিচার প্রক্রিয়া দেখেছেন শত শত সাধারণ মানুষ ও মার্কেটের দোকানিরা। এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা চিনে থাকার সময় উত্তর কোরিয়ার নাগরিকদের দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সাহায্য করেছেন।

২০২৩ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার ৫০০ নাগরিককে জোর করে নিজের দেশে ফেরত পাঠায় চিন। ওই ৫০০ জনের মধ্যে রি এবং কেংও ছিলেন।একই অভিযোগে আরও ৯ মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসলে উত্তর কোরিয়ার কোনও নাগরিক যদি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বা অন্যকে পালাতে সাহায্য করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

জানা গিয়েছে, যে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা নিজে প্রথমে চিনে গিয়েছিলেন। সেখানে অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়েন এবং তাদের দেহব্যবসায় বাধ্য করা হয়। সেখানে কাজ করা কয়েকজন মহিলা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগ্রহ দেখালে অভিযুক্তরা সাহায্য করেন।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version