Wednesday, August 20, 2025

৩৫ হাজারের টিকিট ৭ লাখে! মুম্বইয়ে কোল্ডপ্লে-র টিকিটে লাগামছাড়া কালোবাজারি

Date:

দীর্ঘ ৯ বছর পর ভারতে আসছে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ (Coldplay)। আগামী ১৮ জানুয়ারি হবে কনসার্ট। আসর বসবে মুম্বইতে (Mumbai)। আর সেই উপলক্ষ্যে রবিবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয় টিকিট বুকিং। তবে বুকিং শুরু হতেই টিকিট বিক্রি নিয়ে উঠে এল কালোবাজারির (black) অভিযোগ। ৩০-৩৫ হাজারের টিকিট ৩ থেকে ৭ লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে অনলাইনে।

রবিবার দুপুর ১২টা থেকে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠানের টিকিট বুকিং শুরু হয় টিকিট বিক্রিকারী সংস্থা ‘বুক মাই শোয়ে’ (Book My Show)। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। ‘বুক মাই শো’-এর ওয়েবসাইটও কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এরপর অন্য এক প্ল্যাটফর্মে চড়া দামে টিকিট রিসেলের (Resale) অভিযোগ ওঠে। যদিও আনুষ্ঠানিক ভাবে ওই শোয়ের টিকিট বিক্রির অনুমোদন এক মাত্র বুক মাই শো-এর কাছেই ছিল। কিন্তু তারপরেও কোল্ডপ্লের শোয়ের ৩৫ হাজার টিকিট ভায়াগোগোর মতো প্ল্যাটফর্মের ওয়েবসাইটে তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে বুক মাই শো। যেখানে লেখা হয়েছে, “আমাদের নজরে এসেছে যে অনুমোদনবিহীন প্ল্যাটফর্মগুলি ভারতে কোল্ডপ্লে (Coldplay) শোয়ের টিকিট বিক্রি করছে টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও। এই সব টিকিট অবৈধ। ভারতে এ ভাবে টিকিট বিক্রি করা বেআইনি এবং শাস্তিযোগ্য।” যদিও কোল্ডপ্লে অনুরাগীর দাবি, বুক মাই শোয়ের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উল্লেখ্য আগামী ১৮ এবং ১৯ জানুয়ারির শোয়ের পর ২১ জানুয়ারি তৃতীয় শো করবে গ্র্যামি-জয়ী (Grammy awards) রক ব্যান্ড কোল্ডপ্লে। আন্তর্জাতিক ব্যান্ডের কনসার্ট নিয়ে উন্মাদনা ছিল তবে এবার টিকিট বিক্রি নিয়ে শুরু হল বিতর্ক।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version