এবার অস্কারের দৌড়ে ভারতের হয়ে স্বপ্নের উড়ান ‘লাপাতা লেডিস’-এর (Lapata Ladies)। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ ও ভিকি কৌশলের ‘শ্যাম বাহাদুর’-সহ জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালায়লাম ছবি ‘অ্যাটাম’ এই অস্কারের প্রতিদ্বন্দ্বিতায় ছিল। ২৯ টি ছবিকে ছাপিয়ে সেরার সেরা হিসাবে বিদেশের অ্যাওয়ার্ড মঞ্চে জায়গা করে নিল কিরণ রাও (Kiran Rao) পরিচালিত ‘লাপাতা লেডিস’।
আরও খবর: সুপ্রিম কোর্টে গরু পাচার মামলা: জামিন এনামুল হকের