Sunday, August 24, 2025

অনুব্রত মণ্ডলের পরে এনামুল হক (Enamul Haque)। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ইডির মামলায় বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এনামুলের জামিন মঞ্জুর করেন এনামুলের। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই গরু পাচার সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় দীর্ঘদিন হাজতবাস হয়ে যাওয়ায় এনামুলের জামিন সোমবার মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

শুক্রবার গরু পাচারের ইডির মামলায় জামিন পেয়েছিলেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সোমবারই সর্বোচ্চ আদালতে জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই সিবিআইয়ের (CBI) মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় জামিন না পাওয়ায় জেলমুক্তি হয়নি। ইডি চার্জশিটও (chargesheet) পেশ করে এনামুলের নামে। কিন্তু তদন্তে অগ্রগতির মাধ্যমে এখনও এনামুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জেল থেকে বেরোবেন এনামুল।

২০২০ সালের নভেম্বর মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন এনামুল হক। এই মামলার মূল অভিযুক্ত এনামুল দাবি করে তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি এই মামলা গ্রহণ করলে এনামুল ইডির হাতেও গ্রেফতার হন। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিও (CID) গ্রেফতারি পরোয়ানা জারি করে এনামুলের নামে। সেই সঙ্গে তার সহযোগী হিসাবে আরও তিনজনের নামে ওয়ারেন্ট বের করে সিআইডি। তবে সুপ্রিম কোর্টে ইডির তদন্ত প্রশ্ন ওঠে দীর্ঘদিন ধরে এনামুলের জেলবন্দি থাকা নিয়ে। সেই প্রেক্ষিতেই জামিন অনস্বীকার্য ও জেল ব্যতিক্রম – এই পর্যবেক্ষণেই জামিন মঞ্জুর হল এনামুলের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version