Sunday, November 9, 2025

দু বছর পরে বাড়ি ফিরবেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ‘কেষ্টদা’র অভ্যর্থনায় যেন কোনও ত্রুটি না থাকে, দুদিন ধরেই বোলপুর (Bolpur) জুড়ে চলেছে তার তোড়জোড়। মঙ্গলবার সকাল থেকে নিচুপটির বাড়ির সামনের ভিড় আর উন্মাদনার ছবি সকাল থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তবে যাঁর জন্য এত আয়োজন, সেই অনুব্রত বাড়ি ঢুকতেই ফেললেন চোখের জল। এত আনন্দ, এত উন্মাদনার মাঝে খুঁজলেন খানিকটা নিভৃত সময়।

আবির খেলা, মিষ্টির বিলির সঙ্গে নিচুপটিতে অনুব্রতর বাড়ির সামনে জমায়েত হয়েছিল বিরাট সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক। এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha), সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি (Bikash Roy Choudhury)। কিন্তু তাঁদের ভিতরে ডাকলেন না অনুব্রত। দেখতে পেয়ে হাত নেড়ে ফিরে যেতে ইঙ্গিত করলেন। এক সময় যে চন্দ্রনাথ সিনহার লাল স্কুটারের পিছনে বসে রাজনীতির ময়দান মাতিয়েছিলেন ‘কেষ্টদা’, সেই ‘চাঁদু’র সঙ্গেও দেখা করলেন না এদিন। স্বভাবতই বোঝা যাচ্ছে ঘরে ফিরে খানিকটা একা সময় বের করে নিতে চাইছেন তিনি।

ইতিমধ্যেই বোলপুরে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগের বোলপুরে আসার পথে অনুব্রতকে দলের নেত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন শরীর সায় দিলে দেখা হতে পারে। দুবছর বাড়ি ফিরে কবে পুরোনো কেষ্টর দেখা পাবে বীরভূম তা প্রথমদিনের বডি ল্যাঙ্গুয়েজে (body language) খানিকটা প্রশ্নের মধ্যেই থাকল। আপাতত অনুব্রত স্পষ্ট করে দিলেন তিনি বিশ্রাম চান।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version