Wednesday, November 5, 2025

বন্ধ কারখানার জমিতে গড়ে উঠবে শিল্পতালুক! কল্যাণী-অশোকনগরে বস্ত্র পার্ক তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Date:

রাজ্য সরকার বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে নতুন শিল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই সূত্রেই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর ও নদিয়ার কল্যানীতে দুটি বন্ধ জুট মিলের জমিতে দুটি বস্ত্র শিল্প তালুক গড়ে তোলার কাজে হাত দেওয়া হয়েছে।

রাজ্যের ক্ষুদ্র শিল্প সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন দুটি জায়গাতেই জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ চলছে। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা কারখানা তৈরির জন্য সেখানে জমি নিয়েছে । বাকি জমির জন্য পুজোর পরেই দরপত্র চাওয়া হবে। তালুক দু’টি পুরোপুরি চালু হয়ে গেলে বস্ত্র ক্ষেত্রে বড় অঙ্কের লগ্নী আসতে পারে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন হাওড়ার হোসিয়ারি পার্কের পরিকাঠামোগত সমস্যা শীঘ্রই মিটিয়ে ফেলতে চায় রাজ্য সরকার। রাজ্যে বস্ত্র ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক সব রকম সুবিধা তৈরির সঙ্গে কমন ট্রিটমেন্ট প্ল্যান্ট-ও তৈরি করা হচ্ছে। বস্ত্র ক্ষেত্রের সংস্থাগুলির জন্য এই বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা তৈরি থাকলে দুই শিল্প তালুকে ভাল সাড়া মিলতে পারে। এরই পাশাপাশি হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সদস্যদের বস্ত্র ক্ষেত্রের উৎসাহ প্রকল্পের সুবিধা নেওয়ার আবেদন জানানোও হবে। এর আওতায় বেসরকারি সংস্থাগুলি যেমন সরকারের থেকে বিবিধ আর্থিক সহায়তা পাবে, তেমনই পাবে পরিকাঠামো সংক্রান্ত একাধিক সুবিধাও। এ ছাড়াও সেক্টর ফাইভে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে একটি আদর্শ রফতানি উন্নয়ন তালুক তৈরি হচ্ছে। সেখানে মূলত বস্ত্র, খেলনা, চর্মজাত পণ্য, গয়না প্রভৃতির প্রদর্শন ও রফতানির সুবিধা থাকবে।

আরও পড়ুন- ত্রাণের ত্রিপল চুরি! বিজেপি কর্মীর বিরুদ্ধে থানায় দলেরই পঞ্চায়েত প্রধান

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version