Sunday, August 24, 2025

আজ সুপ্রিম কোর্টে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Date:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষা কর্মীর ভবিষ্যৎ কী, সিদ্ধান্ত হবে আজ সুপ্রিম আদালতে (Supreme Court)।নিয়োগ মামলায় এসএসসির (SSC ) অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও আলাদা আলাদা মামলা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এদিন বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে।

স্কুল সার্ভিস কমিশন (SSC) আগেই জানিয়েছিল যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরিহারাদের মধ্যে থেকে বাছাই এর কাজ শুরু করে সিবিআইও (CBI) । সূত্রের খবর নবম থেকে দ্বাদশের শিক্ষক ও গ্রুপ বি, সি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে সেই সংক্রান্ত সব তথ্য আদালতে জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও ঐদিন একাধিক মামলার চাপ থাকায় দু সপ্তাহের জন্য এসএসসি মামলাকে পিছিয়ে দেওয়া হয়। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় সেদিকে নজর থাকবে।


Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version