Saturday, August 23, 2025

দু’বছর এক মাস পর বোলপুুরের নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার সকাল থেকে খবরের শিরোনামে বীরভূমের তৃণমূল সভাপতির বাড়ি ফেরার নানা দৃশ্য। ভোর সাড়ে চারটে নাগাদ নাগাদ দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে সড়কপথে বীরভূমের উদ্দেশে রওনা দেন সুকন্যা-অনুব্রত। সারা রাস্তা জুড়েই তৃণমূল (TMC )কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কোথাও স্লোগান কোথাও ফুলের তোড়া কোথাও আবার শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানালেন ঘাসফুলের কর্মী সমর্থকরা। সকাল ৯:১০ মিনিট নাগাদ অনুব্রত তাঁর বাড়িতে পৌঁছতেই কার্যত উৎসবের উচ্ছ্বাসে ভাসতে থাকে গোটা বীরভূম। শুরু হয় আবির খেলা, সবুজ রসগোল্লা বিতরণ।

বোলপুর শহরে ঢোকার কয়েক কিলোমিটার আগে থেকেই অনুব্রত ও সুকন্যাকে স্বাগত জানাতে রাস্তার পাশে ভিড় করেছিলেন তাঁদের অনুগামীরা। ২০২২ সালের অগাস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রতকে। এদিন বাড়ি ফিরেই নিজের দলীয় কার্যালয়ে গিয়ে বসেন তৃণমূল জেলা সভাপতি। সকলের সঙ্গে কুশল বিনিময় করার পর সংবাদমাধ্যমকে জানান, আদালতের উপর তাঁর ভরসা- বিশ্বাস রয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে ঘাসফুলের নেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সারা দেশের মানুষ ভালোবাসেন। উৎসবের মরশুমে এই ঘরে ফেরা আনন্দের। আর কিছুক্ষণের মধ্যেই বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। অনুব্রত বলেন, শারীরিক কোনও সমস্যা না হলে তিনি অবশ্যই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবেন।


Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version