Sunday, August 24, 2025

নেতৃত্বে কৈলাশ, ফের আমতার বন্যা দুর্গতদের পাশে হাজির ‘অভিষেক দূত’রা

Date:

ফের আমতার বন্যা দুর্গতদের পাশে হাজির ‘অভিষেক দূত’রা। এবার হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্রর নেতৃত্বে দলের যুবকর্মীরা আমতার জলভাসি মানুষদের কাছে গিয়ে রান্না করা খাবার, ত্রাণসামগ্রী ও কচিকাঁচাদের পুজোর উপহার তুলে দিলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা (গ্রামীণ) যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ দলের আরও অনেকে। বুধবার বিকেলে যুবনেতা কৈলাশের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট পরে আমতার বন্যা কবলিত এলাকা জয়পুরে পৌঁছে যান যুব তৃণমূলের কর্মীরা। তারপর সেখানে খিচুড়ি ও আলুরদম রান্না করে দুর্গত মানুষদের পেট ভরে খাওয়ানো হয়। সেই সঙ্গে অভিষেকের দূত হিসেবে যুব তৃণমূলের কর্মীরা দুর্গত পরিবারের কচিকাঁচাদের হাতে দুর্গাপুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় তুলে দেন। পাশাপাশি বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার, পানীয় জল, দুধের প্যাকেট, বেবিফুড তুলে দেওয়া হয়।

কৈলাস জানান, অভিষেকের দূত হিসেবে আমরা আমতার বানভাসি জয়পুর গ্রামে গিয়ে খিচুড়ি ও আলুরদম রান্না করে রাতে প্রায় দেড় হাজার মানুষকে বসিয়ে খাওয়াই। এছাড়াও প্রায় ৫০০টি পরিবারের হাতে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। ৫০০ জন কচিকাঁচাকে পুজোর উপহার হিসেবে আমরা নতুন জামাকাপড় দিয়েছি। বন্যা কবলিত মানুষের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়া জেলার যুব তৃণমূলের কর্মীরা সবসময় পাশে আছি।’

রবিবারও কৈলাসের নেতৃত্বে ‘অভিষেকের দূত’ হিসেবে জেলার যুব তৃণমূলের কর্মীরা আমতার বানভাসি এলাকায় গিয়ে দুর্গত মানুষদের বিভিন্ন শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version