Sunday, November 9, 2025

সন্তানের সামনে মাকে খুন! ‘কুড়িয়ে পাওয়া অস্ত্রে’ই খুনি স্বামী

Date:

ঘরের মধ্যে স্ত্রী সন্তানের সঙ্গেই ছিলেন প্রসেনজিত বারুই। হঠাৎই বাজি ফাটার মতো শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন প্রসেনজিতের বাবা। ঘরে ঢুকেই দেখেন বৌমা মৈত্রী রক্তারক্তি অবস্থায় মাটিতে পড়ে। ছেলের হাতে বন্দুক। সামনে বসে পাঁচ বছরের ছোট ছেলে। কোনওক্রমে হাসপাতাল নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। স্ত্রীকে খুনের অভিযোগে অস্ত্রসহ প্রসেনজিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশের কাছে প্রসেনজিত যে বয়ান দেয় তা শুনে এতটুকুও সত্যি মনে হয়নি পুলিশের। মৈত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কীভাবে প্রসেনজিতের কাছে বন্দক এলো, তদন্তে চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissioner)।

হুগলির (Hooghly) কোন্নগরের কানাইপুরের বাসিন্দা প্রসেনজিতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল স্ত্রী মৈত্রীর, দাবি ঘাতক স্বামীর বাবা পরিমলের। পেশায় রাজমিস্ত্রী প্রসেনজিত কাদের সঙ্গে মিশত তা জানেন না বলেই দাবি করেন পরিমল বারুই। সেক্ষেত্রে তারই হাতের অস্ত্র থেকে গুলি বেরিয়েই যে মৃত্যু হয়েছে বৌমা মৈত্রীর, সেকথা তিনি স্বীকার করছেন।

পুলিশের দাবি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের গুলিতে মৃত্যু হয়েছে গৃহবধূর। যদিও পুলিশি জেরায় প্রসেনজিত দাবি করেছে পুকুরের পাড়ে সেই বন্দুক কুড়িয়ে পেয়েছিল সে। অস্ত্র কীভাবে চলবে সেটাই পরীক্ষা করছিল সে। সেই সময়ই আচমকা গুলি বেরিয়ে যায়। আর তাতেই মৃত্যু হয় স্ত্রী মৈত্রীর, দাবি প্রসেনজিতের।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি (Amit P Javalgi) জানান,খুনের অভিযোগ দায়ের করা হবে। মৃতদেহের ময়না তদন্তে ভিডিও গ্রাফি করা হবে। অভিযুক্তের দাবী খতিয়ে দেখা হবে। অত্যাধুনিক অস্ত্র (improvised gun) পুকুর থেকে পেলে সেটা লোডেড (loaded) থাকা সম্ভব না,যদি পেয়েও থাকে পুলিশকে জানায়নি কেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version