Tuesday, November 4, 2025

দ্বিতীয় দফাতেও কাশ্মীরে ভোটদান কম, কূটনীতিকদের এনে নজর ঘোরানোর চেষ্টা

Date:

দ্বিতীয় দফার নির্বাচনেও ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে ব্যর্থ নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রথম দফায় (first phase) যেভাবে দিনের শেষে ৬১.১৩ শতাংশ ভোট পড়েছিল, সেই পথেই দ্বিতীয় দফার নির্বাচন (second phase election)। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের কূটনীতিকদের (diplomats) ‘কাশ্মীর নির্বাচন পর্যটনে’ এনে নজর ঘোরানোর চেষ্টা চালালো দিনভর কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রের এই উদ্যোগের সমালোচনায় মুখর ন্যাশানাল কনফারেন্স (NC) নেতা ওমর আবদুল্লা (Omar Abdullah)।

বুধবার জম্মু ও কাশ্মীরে (Jammu nad Kashmir) দ্বিতীয় দফার নির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪ শতাংশ। সব মিলিয়ে পাঁচ শতাংশ ভোট বাড়লেও তা প্রথম দফার থেকে কম হবে। এই দফায় নাশকতা প্রবণ একাধিক কেন্দ্র ও জেলায় নির্বাচন হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ। সকাল থেকে ভোটদানের হার কম ছিল। শেষের দিকে দুপুরে রাজৌরি (Rajouri) বা সুরানকোট (Surankote) এলাকায় কিছুটা লাইন দিয়ে ভোটদানের আগ্রহ দেখা যায়।

এরই মধ্যে ১৫ দেশের কূটনীতিকদের (Diplomats) কাশ্মীর নির্বাচন ঘোরানোর ব্যবস্থা করে কেন্দ্র সরকার। প্রমাণ করার চেষ্টা করা হয় কাশ্মীর কত শান্তিপূর্ণ। তবে তাঁদের মূলত পিঙ্ক বুথ (pink booth) ও ডাললেকে (Dal Lake) ভাসমান বুথে ঘোরানো হয়। স্বাভাবিকভাবেই আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, রোয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকরা ভাসমান ভোটকেন্দ্রের প্রশংসা করেন।

যদিও কেন্দ্র সরকারের এই উদ্যোগের সমালোচনা করেন ওমর আবদুল্লা। তিনি জানান, কাশ্মীর নিয়ে কোনও দেশের কোনও কূটনীতিককে মন্তব্যই করতে দেয় না কেন্দ্রের সরকার। প্রকৃত কাশ্মীর নিয়ে বিশ্বের বাকি দেশের ধারণা অসম্পূর্ণই থেকে যায়। সেখানে এভাবে কূটনীতিকদের ভোটের সময় নিয়ে আসা দ্বিচারিতার সঙ্গে তুলনা করেন তিনি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version