Monday, August 25, 2025

পুজোর আগেই মিলবে চাকরি? আজ সন্ধ্যায় আপার প্রাইমারির প্যানেল প্রকাশ

Date:

আশায় বুক বেঁধেছেন ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থী। জট কাটিয়ে আজই আপার প্রাইমারির প্যানেল প্রকাশ (Upper Primary Panel for recruitment of 14,052 teachers will be published today)। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট (SC ) জানিয়েছিল যে এই মামলায় তারা হস্তক্ষেপ করবে না। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High court) নির্দেশ মেনে বুধবার সন্ধ্যায় প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। SSC সূত্রে খবর প্যানেল প্রকাশের পর পুজোর আগেই হতে পারে প্রথম কাউন্সেলিং। ১৪ হাজার ৫২ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, পার্শ্ব-শিক্ষকদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত আছে। সেটা বাদ দিয়েই প্যানেল প্রকাশ করা হবে এবং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট-  www.westbengalssc.com/sscorg/wbssc/home থেকে তা দেখা যাবে।

অগাস্টের শেষে চার সপ্তাহের ডেডলাইন নির্দিষ্ট করে দিয়ে এসএসসিকে (SSC) প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেইমতোই সোমবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন। জানিয়ে দেওয়া হয় যে ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে। এদিন সন্ধ্যায় প্যানেল প্রকাশের পর পুজোর আগে কাউন্সিলিং নিয়ে আশাবাদী চাকরি প্রার্থীরা। কারণ আগামী ২১ নভেম্বরের মধ্যে নিয়োগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। প্যানেলের মেয়াদ ১ বছর, অর্থাৎ এই সময়ের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে ২০২৫ সালে যোগ্যরা চাকরিতে যোগ দিতে পারবেন বলে মনে করা হচ্ছে।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version