পুজোর আগে ফের সুখবর! রাজ্য পুলিশে নতুন নিয়োগের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

উচ্চ প্রাথমিকে প্যানেল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ফের নিয়োগে সুখবর। রাজ্য পুলিশে (Police) নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশে ১২০০০ পদে নিয়োগ হবে। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলায় আইনি জট কাটলে নিয়োগ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানান, শূন্য পদগুলি এবার পূরণ হবে।

পুজোর ঠিক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া। রাজ্যে নিরাপত্তার জন্য একাধিক নতুন থানা তৈরি হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী প্রয়োজন। ইতিমধ্যে বেশ কয়েকজন পুলিশ অবসর নিয়েছেন। আর সেই কারণেই শূন্য পদে নিয়োগ হবে।

এই পরিস্থিতিতেই ১২ হাজার নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তবে, এই শূন্যপদ পূরণ নিয়ে মামলা চলছে। সেই কারণে সোমবার বিজ্ঞপ্তি জারি হলেও আইনি জটিলতা না কাটলে নিয়োগ শুরু হবে না।