Tuesday, August 12, 2025

সোশ্যাল মিডিয়ায় বিজেপির মিডিয়া সেল (BJP media cell) বিহারের দুই যুবকের হেনস্থার ছবি ভাইরাল করে। শিলিগুড়ি শহরের এই ভিডিও ভাইরাল হতেই (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। গ্রেফতার করা হয় হেনস্থাকারী দুই ব্যক্তিকে। যদিও ধৃতদের দাবি, ভুয়ো পরিচয় পত্র ও ঠিকানা ভাড়িয়ে বাংলায় এসে পরীক্ষা দেওয়ার মতলবে ছিল ওই দুই বিহারের (Bihar) বাসিন্দা। তাঁদের পর্দাফাঁস করতেই ভাড়া বাড়িতে গিয়ে ছিলেন তাঁরা, যেখানে বিহার থেকে ওই দুই যুবক এসে ছিল।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (CPF) পরীক্ষা দিতে বিহার থেকে বাংলার শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। যেখানে তাঁরা ঘর ভাড়া নিয়েছিল সেখানকার স্থানীয়দের থেকে খবর পেয়ে রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় নামে দুই ব্যক্তি সেখানে যান। কেন্দ্রীয় সামরিক বাহিনীর এই পরীক্ষা বাংলার বাসিন্দাদের কোটায় হচ্ছিল। সেখানে বিহার থেকে জাল বাসস্থানের সংশাপত্র (domicile certificate) নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল ওই দুই যুবক। সেই বিষয়টি খোলসা করতে নিজেদের ভুয়ো পরিচয় দেন রজত ও গিরিধারী।

নকল পরিচয় দেওয়ার পাশাপাশি বিহারের বাসিন্দাদের মারধরের অভিযোগ নিয়ে সরব হয় বিজেপির মিডিয়া সেল। এরপরই রাজ্যের নির্দেশে শিলিগুড়ি কমিশনারেটের (Siliguri police commissionerate) পুলিশ গ্রেফতার করে রজত ও গিরিধারী নামের দুই ব্যক্তিকে। পুলিশের দাবি ভুয়ো পরিচয় দিয়ে ভাড়া বাড়িতে অভিযান চালায় ওই দুই ব্যক্তি। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে। ওই দুই ব্যক্তি বাংলা পক্ষের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Related articles

১৭ অগাস্ট ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে না

১৭ অগাস্ট  ডুরান্ডের মঞ্চে কী হবে ডার্বি (Derby)! এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে। মঙ্গলবার রাতেই হবে ডুরান্ড কাপের...

সকাল ৭টায় ‘ধূমকেতু’র প্রথম শো, ইতিহাস তৈরি করে বাংলায় ট্রেন্ড সেট দেবের!

বছর দুয়েক আগে 'পাঠান' বা 'জওয়ান' দেখতে কাকভোর থেকেই সিনেমা হলের বাইরে লম্বা লাইন দিয়েছিলেন শাহরুখ ফ্যানেরা। এবার...

অভয়ার বাবা-মায়ের চিকিৎসা দরকার, বললেন ডাক্তার

অভয়ার বাবা-মায়ের 'অসুস্থতা' নিয়ে মুখ খুললেন ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Dr Narayan banerjee)। তাঁর কথায়,"আমি ওঁর মা-বাবার মেন্টাল কন্ডিশন...

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...
Exit mobile version