Wednesday, August 13, 2025

সোশ্যাল মিডিয়ায় বিজেপির মিডিয়া সেল (BJP media cell) বিহারের দুই যুবকের হেনস্থার ছবি ভাইরাল করে। শিলিগুড়ি শহরের এই ভিডিও ভাইরাল হতেই (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। গ্রেফতার করা হয় হেনস্থাকারী দুই ব্যক্তিকে। যদিও ধৃতদের দাবি, ভুয়ো পরিচয় পত্র ও ঠিকানা ভাড়িয়ে বাংলায় এসে পরীক্ষা দেওয়ার মতলবে ছিল ওই দুই বিহারের (Bihar) বাসিন্দা। তাঁদের পর্দাফাঁস করতেই ভাড়া বাড়িতে গিয়ে ছিলেন তাঁরা, যেখানে বিহার থেকে ওই দুই যুবক এসে ছিল।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (CPF) পরীক্ষা দিতে বিহার থেকে বাংলার শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। যেখানে তাঁরা ঘর ভাড়া নিয়েছিল সেখানকার স্থানীয়দের থেকে খবর পেয়ে রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় নামে দুই ব্যক্তি সেখানে যান। কেন্দ্রীয় সামরিক বাহিনীর এই পরীক্ষা বাংলার বাসিন্দাদের কোটায় হচ্ছিল। সেখানে বিহার থেকে জাল বাসস্থানের সংশাপত্র (domicile certificate) নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল ওই দুই যুবক। সেই বিষয়টি খোলসা করতে নিজেদের ভুয়ো পরিচয় দেন রজত ও গিরিধারী।

নকল পরিচয় দেওয়ার পাশাপাশি বিহারের বাসিন্দাদের মারধরের অভিযোগ নিয়ে সরব হয় বিজেপির মিডিয়া সেল। এরপরই রাজ্যের নির্দেশে শিলিগুড়ি কমিশনারেটের (Siliguri police commissionerate) পুলিশ গ্রেফতার করে রজত ও গিরিধারী নামের দুই ব্যক্তিকে। পুলিশের দাবি ভুয়ো পরিচয় দিয়ে ভাড়া বাড়িতে অভিযান চালায় ওই দুই ব্যক্তি। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে। ওই দুই ব্যক্তি বাংলা পক্ষের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version