Monday, May 19, 2025

ভারতীয় সিনে সংস্কৃতিতে ইউরোপিয়ান সিনেমার মেলবন্ধনে কলকাতার নেজ ফাউন্ডেশন!

Date:

নানা ভাষা নানা মত আর নানা সংস্কৃতির মিশেলে তৈরি ভারতীয় সিনে ঘরানার ঐতিহ্যে এবার জুড়ে গেল ইউরোপিয়ান চলচ্চিত্রের স্পর্শ। নেজ ফাউন্ডেশন (Nez Foundation) ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজের উদ্যোগে কলকাতায় শুরু হল ইউরোপিয়ান সিনেমা সেশন(A Session of Best European Cinema)। শনিবার থেকে কলকাতার ICCR-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ইউরোপের বিভিন্ন দেশের মোট ৯টি সিনেমার প্রদর্শন শুরু হল।

এদিন সাংবাদিক বৈঠকে পরিচালক সুদীপ রঞ্জন সরকার (Sudip Ranjan Sarkar) বলেন এদেশের সিনেমা বিদেশে গিয়ে পুরস্কার পাওয়া মানেই তার মাথায় নয়া পালক জুড়ে যাওয়া, এই ভাবনা থেকে বেরিয়ে দেশ-বিদেশের সিনে সংস্কৃতিকে মেলানোর সময় এসেছে। গত ১০ বছর ধরে এই কাজটাই করে চলেছে NEZ Foundation। এবারে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালায়েড আর্টস (Forum for film studies and alied arts) এর সহযোগিতায় আগামী তিনদিন ধরে শহরে বসেই ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, জার্মানি ও বেলজিয়ামের ছবি দেখার সুযোগ মিলবে। এ বারের এই উৎসবের নাম দেওয়া হয়েছে নেজ ম্যাজিক ল্যান্টার্ন ফেস্টিভ্যাল (NEZ MAGIC LANTERN FESTIVAL)। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফিল্ম সমালোচক ও লেখক সোমা এ চট্টোপাধ্যায় (Shoma A Chatterji), উৎসবের চেয়ারপারসেন রিতা ঝাওয়ার (Rita Jhawar), ‘কালকক্ষ’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই পরিচালক রাজদীপ পাল (Rajdeep Paul) ও শর্মিষ্ঠা মাইতি (Sarmistha Maiti), উপস্থাপক সতীনাথ মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আয়োজকরা জানান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত প্রত্যেকদিন তিনটে করে শো প্রদর্শিত হবে। এদিন সুদীপ রঞ্জন সরকারের ‘রিইনভেন্টিং সিনেমা’ (REINVENTING CINEMA) বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সোমা এ চট্টোপাধ্যায়। এই বইতে সিনেমা বানানোর পর্যায়ক্রম থেকে পরিচালকের অভিজ্ঞতা অত্যন্ত সুসংগঠিত ভাবে তুলে ধরা হয়েছে। পরিচালকের দশটি সিনেমার মধ্যে পাঁচটি মোবাইলে শুটিং করা হয়েছে, এবং যে পাঁচটি চলচ্চিত্রের উল্লেখ রয়েছে এই বইতে তা নিঃসন্দেহে পৃথিবীর একাধিক রহস্যময়তার অন্ধকার প্রান্তে লুকিয়ে থাকা আলোকোজ্জ্বল উপস্থিতির কথা জানিয়ে দিয়ে যায়। এদিন ফিল্ম সমালোচক সোমা এ চট্টোপাধ্যায় তাঁর কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।


 

Related articles

আপনার জন্য গোটা দেশ লজ্জিত: বিজেপি মন্ত্রী শাহর ‘ক্ষমা’ গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

ভারতীয় সেনা আধিকারিক সোফিয়া কুরেশির (Sofia Qureshi) বিরুদ্ধে কুরুচিকর যে মন্তব্য মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)...

আরসিবি শিবিরে ধাক্কা, দেশে ফিরে গেলেন লুঙ্গি এনগিডি

প্লেঅফে জায়গা কার্যত পাকা করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এবারের আইপিএলে(IPL) যেভাবে এগিয়ে চলছে বিরাট কোহলিরা(Virat Kohli), অনেকেই...

টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বাংলার উন্নয়নে সদা তৎপর দিদি: সত্যম

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। টেকনো ইন্ডিয়া গ্রুপের...

নেত্রীর অনুমোদনে কাজের ভিত্তিতে সিদ্ধান্ত: তৃণমূলের সাংগঠনিক রদবদল নিয়ে জানালেন অভিষেক

“যেখানে যা পরিবর্তন আমাদের নেত্রীর অনুমোদনে হয়েছে। কোথায় কে থাকবেন, না থাকবেন, বিগত দিনে তাঁরা কেমন কাজ করেছেন,...
Exit mobile version