Friday, November 14, 2025

এই প্রথম রাজ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত

Date:

এই প্রথম রাজ্যে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হতে চলেছে।  মোট ১৬০০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন এরকম দুটি নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরীর পরিকল্পনা সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের শেষে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরির জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। সেই টেন্ডারে যেসব সংস্থা সাড়া দেবে তাদের মধ্যে থেকেই উপযুক্ত সংস্থাকে বেছে নিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরির দায়িত্ব দেওয়া হবে। প্রকল্পের জন্য জমি দেবে রাজ্য সরকার।

রাজ্যে বর্তমানে ছয়টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবার তা বেড়ে হতে চলেছে ৮। এছাড়া সাগরদিঘিতে পূর্ব ভারতের প্রথম সুপার ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্র তৈরীর কাজ শেষের পথে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। যার প্রকল্প ব্যায় ৪৫৬৭ কোটি টাকা। তিনি বলেন, ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। মার্চ মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ওই বিদ্যুৎ কেন্দ্রে অল্প কয়লা খরচে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের জামুরিয়ায় শ্যাম সেল এন্ড পাওয়ার সংস্থাকে দুই লপ্তে মোট ৭২ একর জমি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। অরুপ বিশ্বাস জানিয়েছেন ৩২ ও ৪০ একরের মত জমি ওই সংস্থাকে লিজ দেওয়া হয়েছিল। এবার তাদের মালিকানা স্বত্ব দেওয়া হচ্ছে।









Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version