নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত ও বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের জামিনের আবেদনের নিষ্পত্তি করতে হবে ১০ দিনের মধ্যে, মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতের উদ্দেশে এমন নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ জারি করেছেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ৷

উল্লেখ্য, বিগত বেশ কয়েক মাস ধরেই বিশেষ সিবিআই আদালতে চলছিল কুন্তল ঘোষের জামিন মামলার শুনানি৷ রায়দান হওয়ার আগেই নিম্ন আদালতের বিচারক পরিবর্তন হয়ে যায়৷ এর জেরে তৈরি আইনি জটিলতার অবসানের লক্ষ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ফের নতুন করে শুরু হয় কুন্তলের জামিন মামলার শুনানির আর্জি জানায়৷ সেই আর্জি মেনেই শুরু হয় শুনানি পর্ব৷ এই ঘটনাপ্রবাহের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কুন্তল ঘোষ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া স্পষ্ট করেছেন তাদের অবস্থান, জানিয়ে দিয়েছেন বিশেষ সিবিআই আদালতকে কুন্তলের জামিন মামলার নিষ্পত্তি করে রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টকে৷ এই রিপোর্ট খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে সুপ্রিম কোর্ট, জানিয়ে দিয়েছেন দুই বিচারপতি৷ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অক্টোবর৷

আরও পড়ুন- একাধিক অভিযোগ! এবার বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল আইএমএ
