ফের বিপাকে বিরূপাক্ষ বিশ্বাস। ইতিমধ্যে তাঁকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দফতর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার একইপথে হাঁটল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সিবিআই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিরূপাক্ষকে সাসপেন্ড করল আইএমএ।

IMA -র চিঠিতে লেখা হয়েছে, “বর্তমানে আপনি সিবিআই স্ক্যানারে রয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য দফতর আপনাকে সাসপেন্ড করেছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এবং সর্বভারতীয় মেডিক্যাল কাউন্সিলের রাজ্য শাখাও সাসপেন্ড করেছে।” যতক্ষণ না সমস্ত অভিযোগ থেকে রেহাই পান ততদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা থেকে সাসপেন্ড থাকবেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস।

আর জি কর ঘটনার আবহে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। শোনা যাচ্ছিল, ৯ আগস্ট সকালে অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচারেরও অভিযোগ উঠেছিল।

একের পর এক বিতর্কে নাম জড়ানো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করে রাজ্য স্বাস্থ্য দফতর। তাঁকে বদলি করে পাঠানো হয় কাকদ্বীপ হাসপাতালে। সেখানেও তার ওপর ক্ষোভ দেখান এলাকাবাসীরা। এসবের জেরে স্বাস্থ্যভবন উচ্চপর্যায়ের বৈঠক করে বিরূপাক্ষকে সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে তাঁকে সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।


আরও পড়ুন- হাসপাতালগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষ দল গঠন রাজ্যের, কমিটির শীর্ষে প্রাক্তন ডিজি
