Friday, November 14, 2025

রাজ্যের দাবিকে মান্যতা কেন্দ্রের, ধ্রুপদী ভাষার তকমা পেল বাংলা

Date:

বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মানল কেন্দ্রের এনডিএ সরকার। এতে খুশি মুখ্যমন্ত্রী জানিয়েছে, ভারত সরকারের কাছ থেকে এই স্বীকৃতি ছিনিয়ে নেওয়া হয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের দাবি ছিল বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হোক। দীর্ঘদিনের সেই দাবি আজ পূরণ হল। ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলা ভাষাকে মর্যাদা দিল কেন্দ্র।

চলতি বছর জানুয়ারি মাসেই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল, তামিল, মালায়লম, ওড়িয়ার মতো আঞ্চলিক ভাষা যদি ধ্রুপদী ভাষার মর্যাদা পায় তবে বাংলার মত আড়াই হাজার বছরের প্রাচীন ভাষা কেন ধ্রুপদী ভাষার মর্যাদা পাবে না। অবশেষে বাংলা আজ ধ্রুপদী ভাষার মর্যাদা পেল।

এমনকী বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে এবার বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র।

ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষার উৎকর্ষ ও গবেষণার অনেক নতুন পথ খুলে যেতে চলেছে। কেন্দ্রের কাছ থেকেও এব্যাপারে বিভিন্ন সহায়তা মিলবে। প্রতিবছর বাংলার দুজন বিশিষ্ট গবেষক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হবেন। বাংলাভাষা গবেষণার একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে। বাংলা ভাষা নিয়ে গবেষণা ও বাংলার মাধ্যমে শিক্ষাদানের জন্য ইউজিসি বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপকের পদ তৈরি করবে। বাংলার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। এই নিয়ে দেশে মোট ধ্রুপদী ভাষার সংখ্যা হল ১১।

আরও পড়ুন- কীভাবে নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য? সুপ্রিম সিদ্ধান্ত ১৪ অক্টোবর

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version