Sunday, November 2, 2025

অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, শুক্রের সকালে উত্তেজনা জগদ্দলে 

Date:

বোমাবাজির জোরে সকাল সকাল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে বোমা ছোড়া ,গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন পদ্মনেতা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পাল্টা সেই অভিযোগ খারিজ করে গোটা বিষয়টিতে অর্জুন সিং- এর সক্রিয় মদত রয়েছে বলে দাবি শাসকদলের। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

অর্জুন অভিযোগ করেন, যে তাঁকে খুনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এই ঘটনার সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। এরপর তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর পায়ে স্প্লিংটার লেগেছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)। তিনি জানান ভোট বাক্সে লড়াই করতে না পেরে নানা ভাবে ঘাসফুল শিবিরের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা। এমনকি এদিনের ঘটনায় প্রাক্তন সাংসদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে পাল্টা সওয়াল করেছেন তিনি। সোমনাথ বলেন, এদিন সকালে অর্জুনকেই বন্দুক হাতে বাইরে বেরোতে দেখা গেছে এবং তিনি গুলিও চালিয়েছেন। স্থানীয় এক সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাংবাদিকের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় তাঁকে মারধর করেছেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version