Saturday, May 3, 2025

অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ, শুক্রের সকালে উত্তেজনা জগদ্দলে 

Date:

বোমাবাজির জোরে সকাল সকাল উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে বোমা ছোড়া ,গুলি চালানোর অভিযোগ উঠেছে। বোমার আঘাতে আহত হয়েছেন পদ্মনেতা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। পাল্টা সেই অভিযোগ খারিজ করে গোটা বিষয়টিতে অর্জুন সিং- এর সক্রিয় মদত রয়েছে বলে দাবি শাসকদলের। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের সনাক্তকরণের চেষ্টা করছে পুলিশ।

অর্জুন অভিযোগ করেন, যে তাঁকে খুনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এই ঘটনার সময় তিনি বাড়ির ভেতরেই ছিলেন। নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। এরপর তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তাঁর পায়ে স্প্লিংটার লেগেছে বলেও জানা যাচ্ছে। গোটা ঘটনার জন্য তৃণমূল কাউন্সিলরের ছেলে নমিত সিং এর দিকে আঙ্গুল তুলেছেন বিজেপি নেতা। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam)। তিনি জানান ভোট বাক্সে লড়াই করতে না পেরে নানা ভাবে ঘাসফুল শিবিরের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা। এমনকি এদিনের ঘটনায় প্রাক্তন সাংসদের প্রত্যক্ষ মদত রয়েছে বলে পাল্টা সওয়াল করেছেন তিনি। সোমনাথ বলেন, এদিন সকালে অর্জুনকেই বন্দুক হাতে বাইরে বেরোতে দেখা গেছে এবং তিনি গুলিও চালিয়েছেন। স্থানীয় এক সোশ্যাল মিডিয়া চ্যানেলের সাংবাদিকের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ায় তাঁকে মারধর করেছেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...
Exit mobile version