হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, নিউজিল্যান্ডের কাছে হারল ৫৮ রানে

মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের। হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীত কৌরের দল। এদিন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের

মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের। হার দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল হরমনপ্রীত কৌরের দল। এদিন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হারল টিম ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে নিউজিল্যান্ড।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউইরা। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে নিউজিল্যান্ড। এদিন বলের পাশাপাশি ব্যাট হাতেও ব্যর্থ টিম ইন্ডিয়া। ভারতীয় বোলাররা এদিন মাত দিতে ব্যর্থ হন। নিউজিল্যান্ডের হয়ে অর্ধশতরান ডেভিনের। ৫৭ রানে অপরাজিত তিনি। ৩৪ রান করেন প্লিমার। ভারতের হয়ে দুটি উইকেট রেণুকা সিং-এর। একটি করে উইকেট নেন অরুন্ধুতি রেড্ডি এবং আশা শোভনা।

জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ২ রানে আউট হন শেফালি ভার্মা। ১২ রানে আউট হন স্মৃতি মন্ধনা। ১৫ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১৩ রান করেন জেমিমা রডরিগেজ। কিইউদের হয়ে চার উইকেট নেন রসমেরি। তিন উইকেট তাহুহুর। ২ উইকেট ইডেন কারসনের। ১ টি উইকেট আমেলিয়ার।

আরও পড়ুন- শ্রাচী স্পোর্টসের হাত ধরে হকি লিগে কলকাতার দল