কথা ভাঙলেন রশিদ, জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফগান ক্রিকেটার

0
1

দ্বিতীয় ইনিংস শুরু করলেন আফিগানিস্তান ক্রিকেটার রশিদ খান। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রশিদের সঙ্গে একই দিনে তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লা এবং রাজা খানও বিয়ে করলেন। তবে রশিদ বিয়ে করতেই , সোস্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড়। নেটিজেনরা বলছেন কথা রাখেননি রশিদ। যদিও মজার ছলে। কারণ রশিদ বলেছিলেন, আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না। আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও অধরা, কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেলন রশিদ।

এদিকে রশিদের বিয়েতে চাঁদের হাঁট। বৃহস্পতিবার কাবুলের এক নামকরা হোটেলে বসে রশিদ খানের বিয়ের বাসর। পাস্তুনি পোশাকে ছিলেন রশিদ। একই রকমের পোষাক পরেছিলেন তাঁর তিন ভাই আমির খলিল, রাজা খান ও জাকিউল্লাহ।

এদিকে রশিদের বিয়েতে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান। এছাড়া ছিলেন ক্রিকেটার মহম্মদ নবি, ওমারজাই, নাজিবুল্লাহ জারদান, মুজিব উর রহমান, রহমত শাহ। সতীর্থদের সঙ্গে ছবিও তোলেন রশিদ। হোটেলের বাইরে বাজি পোরানো হয়। বিভিন্ন জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন রশিদ। রাজকীয় ব্যবস্থাপনার পাশাপাশি হোটেলে ছিল কড়া নিরাপত্তা। আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রশিদকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানানো হয়।

আরও পড়ুন- দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা লাল-হলুদের প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের