Friday, November 7, 2025

হুথি ঘাঁটিতে হামলা আমেরিকা-ইংল্যান্ডের, লড়াইয়ে বিবাদে ট্রাম্প-বাইডেন

Date:

অবশেষে ইজরায়েল-ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে গেল আমেরিকা-ইংল্যান্ড। ইজরায়েলকে বাগে আনতে যে হুথিরা হাত মিলিয়েছে হিজবুল্লার সঙ্গে, সেই হুথিদের উপর হামলা শুরু করলে আমেরিকা ও ইংল্যান্ডের যুদ্ধ বিমান। যদিও এই পরিস্থিতিতেও লড়াইয়ের পন্থা নিয়ে বিবাদে ট্রাম্প ও বাইডেন। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবি, হামলার প্রতিশোধ নিতে ইজরায়েলের উচিত প্রথমে ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করা। যদিও বাইডেন এই প্রস্তাব সাফ নাকচ করে দিয়েছেন।

রিপাবলিকান (Republican) প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য অস্থির পরিস্থিতি নিয়ে কথা বলছেন। গত বুধবার ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন,”যখন তাঁকে (বাইডেনকে) এই প্রশ্ন করা হলো, তাঁর উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু ঘাঁটিতে হামলা করুন। বাকিটা পরে দেখা যাবে।”

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে(Joe Biden) প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু ঘাঁটিতে (nuclear-sites) হামলা করলে তিনি তাতে সমর্থন করবে কিনা? এর জবাবে বাইডেন বলেন,”না।” কার্যত স্পষ্ট মধ্যপ্রাচ্যের লড়াই কতটা প্রভাবিত করছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনকেও।

তবে পারমাণবিক কেন্দ্রে না হলেও চারদিক থেকে চাপ প্রয়োগ শুরু করল আমেরিকা। সঙ্গী ইংল্যান্ড। ইয়েমেনের (Yemen) বিভিন্ন শহরে বোমারু বিমান থেকে হামলার পাশাপাশি ড্রোন হামলা চালানোর দাবি ইয়েমেনের। রাজধানী সানা (Sanaa) সহ ডামার (Dhamar), মুকায়রাস শহরেও হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি জঙ্গিদের। লেবাননের হিজবুল্লা বা গাজার হামাস, সব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থেকে ইজরায়েলের উপর হামলা চালানোর কাজ করছিল হুথিরা। যদিও ইয়েমেনে হামলা চালানো নিয়ে আমেরিকার দাবি, বাণিজ্যিক জলপথ লোহিত সাগরকে (Red Sea) ভয়মুক্ত করতে হুথি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় তারা।

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version