Thursday, August 28, 2025

তৃতীয়াতেও চারশোর বেশি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মাতলেন ডান্ডিয়ায়

Date:

তৃতীয়ার দিনেও শহরের প্রায় ২৫ টি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলার ৪০০টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। তবে পুজো উদ্বোধনে গিয়ে এদিন অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। চক্রবেরিয়ার এক পুজো মণ্ডপে গিয়ে ডান্ডিয়া নাচে মাতলেন মুখ্যমন্ত্রী। পা মেলালেন ছোট ছোট নৃত্যশিল্পীদের সঙ্গে। সকলকে জানালেন অভিনন্দন।

আরও পড়ুন- চতুর্থীতেই উমা ফিরবেন কৈলাসে, উইকএন্ডে ফিলাডেলফিয়ার বাঙালিরা মাতল দুর্গোৎসবে

শনিবার বিকেল থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয় শহর জুড়ে। তবে এই বৃষ্টি মাথায় নিয়েই পুজোর উদ্বোধন সারেন তিনি। মুক্তদলের পাশাপাশি বেশ কিছু পূজো মন্ডপে গিয়ে বস্ত্র বিতরণও করেন মুখ্যমন্ত্রী। এদিন চেতলার একাধিক পুজোসহ ৭৬ পল্লী, পদ্মপুকুর, বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, ৬৪ পল্লী, ফরোয়ার্ড ব্লক ক্লাব সহ একাধিক পুজোর ফিতে কাটলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই বিভিন্ন পূজা মন্ডপগুলিতে ভিড় জমতে শুরু করেছে। চতুর্থী থেকে পুজো মণ্ডপগুলিতে উপচে পড়া ভিড় হবে ধরে নিয়েই প্রশাসন তৈরি হয়েছে। প্রশাসনিক কর্তাব্যক্তিরা মণ্ডপে হাজির থাকায় উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তেমনই পুজো উদ্যোক্তাদের পোশাকের প্রশংসা করেছেন। বেশ কিছু পূজো মন্ডপ বিগত বছরের তুলনায় এবারে তাদের থিমে আরও চমক এনেছে। এই বিষয়ে প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়। প্রায় সব অনুষ্ঠানেই উৎসবের পাশাপাশি রাজ্যের বেশ কিছু জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা উল্লেখ করেছেন তিনি। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের তরফে ত্রাণের ব্যবস্থা হয়েছে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের সাহায্য দেওয়া হবে। যে কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাঁদের সকলের বিমার টাকা দেওয়া হবে।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version