Sunday, November 9, 2025

সংসদীয় কমিটির তলব মাধবী বুচকে, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে উঠবে প্রশ্ন

Date:

বিরোধীদের প্রবল চাপের মুখে এবার সেবি প্রধান মাধবী বুচকে (Madhavi Puri Buch) তলব করল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)। ২৪ অক্টোবর তাঁকে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল (K C Venugopal)। এক্ষেত্রেও প্রমাণিত কেন্দ্রের সংখ্যা গরিষ্ঠতা হারানোয় কোনওভাবেই বিজেপি পোষিত দুর্নীতি আর কেন্দ্রীয় স্তরে চেপে রাখা সম্ভব নয় মোদি সরকারের পক্ষে।

হিন্ডেনবার্গ (Hindenburg)রিসার্চের তরফ থেকে দাবি করা হয়েছিল, আদানিদের সঙ্গে যুক্ত বিদেশি ফান্ডে বিনিয়োগ করেছিলেন সেবি প্রধান এবং তাঁর স্বামী। এরপরই শুরু হয় তোলপাড়। এই অভিযোগ সামনে আসতেই প্রাথমিক ভাবে তা খারিজ করে দিয়েছিলেন মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch) এবং তাঁর স্বামী ধবল বুচ (Dhaval Buch)।

তবে পরোক্ষে আদানি গ্রুপকে সাহায্য করার একাধিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে বিরোধীদের তরফ থেকে। সংসদ গঠন হওয়ার পরে সংসদীয় কমিটি যা কেন্দ্র সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ করে, তাঁদের তরফ থেকে জরুরি ভিত্তিতে তলব করা হল মাধবী বুচকে। সেই সঙ্গে সেবির অন্যান্য আধিকারিকদেরও তলব করা হয়। সেবি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর।

শুধু মাধবীই নন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিক-সহ জনসংযোগ মাধ্যমের আধিকারিকদেরও হাজির হতে বলা হয়েছে।এ ছাড়াও হাজিরা দিতে পারেন TRAI-র চেয়ারপার্সন অনিলকুমার লাহোটিকেও (Anil Kumar Lahoti)। যদিও মাধবীকে তলবে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিজেপি (BJP)। তাদের দাবি, সংসদের বরাদ্দ করা অর্থের অপব্যবহারের অভিযোগ থাকলে তবেই এ নিয়ে বিচার-বিবেচনা করতে পার পাবলিক অ্যাকউন্টস কমিটি। যদিও মাধবীকে তলবের বিষয়ে অনড় অবস্থান পাবলিক অ্যাকাউন্টস কমিটির।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version