Wednesday, November 5, 2025

বাড়িতে বসেই ‘উৎসবের উপহার’, ২.৫ লক্ষ মানুষকে খুশির ছোঁয়া অভিষেকের

Date:

উৎসব মানেই ডায়মন্ড হারবারের মানুষের ঘরে একটু বেশিই খুশির ছোঁয়া। সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) তরফ থেকে পুজো উপহারে উৎসব বাসিন্দাদের জন্য আলাদা আনন্দ এনে দেয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর প্রায় এক মাস আগে থেকে উপহারের ডালি নিয়ে ডায়মন্ড হারবারের (Diamond Harbor) মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া তৃণমূল কর্মীরা এবছর এখনও পর্যন্ত আড়াই লক্ষ মানুষের ঘরে পৌঁছে দিলেন সাংসদের দেওয়া পুজোর উপহার।

গত বছর পর্যন্ত পুজোর আগে ‘অভিষেকের উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডায়মন্ডহারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে। সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিয়েছিলেন। এবছর সেখানে ছোট্ট একটি পরিবর্তন। স্থানীয় মানুষের সঙ্গে তৃণমূল কর্মীদের জনসংযোগ আরও বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে ‘উৎসবের উপহার’ তুলে দেওয়ার পন্থা নেন সাংসদ (MP)। সেই উপহারের ডালি নিয়ে মানুষের হাতে তুলে দেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাই।

পঞ্চায়েত থেকে পুরসভা এলাকা, তালিকা তৈরি করে যাঁরা উৎসবে আনন্দে থেকে আর্থিক কারণে সামান্য হলেও মনোক্ষুণ্ণ থাকতে পারতেন, তাঁদের হাতে পৌঁছে যায় সাংসদের ‘উৎসবের উপহার’। এপ্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ জানান, এটাই ডায়মন্ড হারবার মডেল (Diamond Harbor Model)। চূড়ান্ত সাংগঠনিক দক্ষতা না থাকলে যে সম্ভব নয়। অল্প সময়ের মধ্যে দু লক্ষের বেশি মানুষকে চিহ্নিত করে তাঁদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য বুথস্তরে যে সাংগঠনিক দক্ষতা প্রয়োজন, তা অভিষেক দেখিয়ে দিয়েছেন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version