পাকিস্তানের (Pakistan) করাচি বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ (Karachi Airport)। মৃত ২, আহত, কমপক্ষে ৮ জন। সূত্রের খবর বিস্ফোরণের দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। যে দুজনের মৃত্যু হয়েছে তাঁরা চিনের নাগরিক।

সামনেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions trophy), তার আগে করাচি বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাকিস্তানের কাসিম বন্দরে চিনের টাকায় বিদ্যুৎ প্রকল্প চলছে, সেখানেই করাচি বিমানবন্দর থেকে আসা উচ্চপর্যায়ের চিনা ইঞ্জিনিয়ার এবং বিনিয়োগকারীদের কনভয়ে রবিবার রাত এগারোটা নাগাদ হামলা চালানো হয়েছে।এই ঘটনার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে একাধিক গাড়ি, কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে করাচির বিভিন্ন প্রান্তে এই শব্দ শোনা যায়। ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (CID) ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ইস্ট) আফজর মাহেসর জানান অয়েল ট্যাঙ্কারের বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে যদিও সবটা খতিয়ে দেখা হচ্ছে।বেজিংয়ের দূতাবাসের তরফে জানানো হয়েছে যে পাকিস্তান এই হামলার তদন্ত ঠিকভাবে করছে কিনা সেদিকে নজর রাখা হবে।

