আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট (Charge sheet) তৈরি করা হয়েছে। সোমবারই এই চার্জশিট (Charge sheet) জমা পড়ছে। সেখানে সন্দীপ ঘোষ-অভিজিৎ ঘোষকে তদন্ত তথ্য-প্রমাণ লোপাটে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
আর জি কর ধর্ষণ-খুনের মামলায় ৫৮ দিনের মাথায় চার্জশিট জমা CBI-এর
Date:
Share post: