Tuesday, May 13, 2025

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট দিল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত সঞ্জয় রাইকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করে চার্জশিট (Charge sheet) তৈরি করা হয়েছে। সোমবারই এই চার্জশিট (Charge sheet) জমা পড়ছে। সেখানে সন্দীপ ঘোষ-অভিজিৎ ঘোষকে তদন্ত তথ্য-প্রমাণ লোপাটে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  সিবিআই সূত্রে খবর, এই ধর্ষণ-খুনের ২০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন, আরজি কর কাণ্ডে ২১৩ পাতার প্রথম চার্জশিট জমা করা হয়েছে। ২১৩ পাতার চার্জশিটে ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে। সেখানে সঞ্জয়কেই খুন-ধর্ষণে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। এদিন শিয়ালদহে আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী আধিকারিক। অন্যান্য মামলার ক্ষেত্রে ৯০ দিনের ভিতর চার্জশিট জমা দেওয়ার নিয়ম থাকলে খুন-ধর্ষণে ৬০দিনের মধ্যে চার্জশিট দিতে হয়। এক্ষেত্রে ৫৮দিনের মধ্যেই চার্জশিট দেয় সিবিআই।৯ অগাস্ট সকালে আর জি কর মেডিক্যালের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় তরুণী চিকিৎসক-পড়ুয়ার চিকিৎসকের দেহ। তদন্তে নেমেই ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর কলকাতা হাইকোর্টের মামলার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রাইকে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই। এবার সিবিআইয়ের চার্জশিটেও সেই অভিযুক্তকেই মূল অভিযুক্ত বলে উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।






Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version