বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির হার্দিকের, টপকে গেলেন বিরাটকে

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান হার্দিক পান্ডিয়া। ৩৯ রানে অপরাজিত থাকেন। এমনকি ছক্কা মেরে জয় এনে দেন হার্দিক । আর তাতেই নয়া রেকর্ড গড়লেন ভারতের এই তারকা অলরাউন্ডার। ছাপিয়ে গেলেন বিরাট কোহলিকেও।

গতকাল ছক্কা মেরে ম্যাচ জেতাতেই রেকর্ড গড়েন হার্দিক। যা এতদিন ছিল বিরাট কোহলির দখলে। এই নিয়ে পঞ্চমবার হার্দিক দলকে ছয় হাঁকিয়ে ম্যাচ জেতালেন। বিরাট এভাবে ম্যাচ জিতিয়েছেন চারবার। বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট-বলে দেখা গেল পুরনো হার্দিককেই।

এদিকে শুধু নজির নয়, হার্দিকের একটি স্টাইলও বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিততে তখন আর দরকার মাত্র ১০ রান। উলটো দিকে বল হাতে তাসকিন। বারোতম ওভারে হার্দিককে শর্ট বল করেন বাংলাদেশের বোলার। আর হার্দিক আলতো করে কাঁধের সামনে ব্যাট পেতে দেন। ব্যাট ছুঁয়ে বল পিছন দিকে মাঠের বাইরে চলে যায়। তাতেই মজে যান নেটিজেনরা। কারন শট মারা থেকে চার হওয়া এবং বলের দিকে হার্দিকে ঘুরে না তাকানো, যা বেশ মন কেড়েছে নেটিজেনদের। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- অবসর নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা