বাবার বকুনি ও মার খাওয়ার পরে নিখোঁজ (Missing) ১০ বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ তদন্তের পরেও এখনও খোঁজ মেলেনি তার। ইতিমধ্যে একাধিক জায়গায় পুলিশের তরফ থেকে নিখোঁজের পোস্টারও সাঁটা হয়েছে। খুঁজে দিতে পারলে নিউটাউন থানার (Newtown Police Station) পুলিশের তরফ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।